রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যে মোট ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল। যাঁরা অনলাইনে আবেদন করতে পারেননি এমন ৪৭৮ জন এমন চাকরিপ্রার্থী অফলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই পর্ষদ মেধা তালিকা তৈরি করেছে। যাঁরা প্রথম মেধা তালিকায় স্থান পাননি,এ ক্ষেত্রে তাঁদের আবেদনও বিবেচনা করা হয়েছে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করা হবে। পরে আরও ৭৩৮ জন শিক্ষক নিয়োগ করবে পর্ষদ। তবে আগে ৪৭৪ জন শিক্ষকের হাতে নিয়োগপত্র দিতে চায় তারা। বৃহস্পতিবার থেকে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান।
২০১৪ সালে টেট এর ভিত্তিতে যে পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছিল তাদের প্রশিক্ষণ দেওয়ার পর এবার তাঁদের নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, ৪৭৪টি শূন্যপদে নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে মেধাতালিকা। প্রকাশিত এই নিয়োগ তালিকাটিতে ৩০০ জনের বেশি সংশ্লিষ্ট আন্দোলন করা প্রার্থীদের নাম রয়েছে যাঁরা প্রথম মেধা তালিকায় জায়গা করে নিতে পারেননি। উল্লেখ্য, গত বছরই ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আমরণ অনশনের ডাক দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তাঁদের নিয়োগের বয়স পার হয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন তাঁরা।
এরপরেই তৎপর হয় রাজ্য। এই চাকরিপ্রার্থীরা অফলাইনে আবেদন জানিয়েছিল। প্রত্যেকের আবেদনের ভিত্তিতে স্ক্রুটনির জন্য ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। বুধবার ৪৭৪ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ২০১৮ সালে জানান, যে সমস্ত ছাত্রছাত্রীররা ভুল প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তাঁদের পূর্ণ নম্বর দিতে হবে
মানিক বাবু বলেন, "প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে না বলে অনেকে আন্দোলন করছিলেন। দাবি করছিলেন, তাঁদের নিয়োগতালিকার বাইরে রাখা হয়েছে। এই তালিকায় তাঁদের প্রায় ৩০০ জনকে রাখা হয়েছে। এ বার ১২০০-রও বেশি নিয়োগ হবে।" পরবর্তী পর্যায়ে প্রাথমিকে আরও শিক্ষক নিয়োগ হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন পর্ষদের চেয়ারম্যান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন