পশ্চিমবঙ্গের গেরুয়া রাজনীতিতে তেমন সফল হতে পারেননি। তবে এবার জাতীয় স্তরে কাজের সুযোগ পেলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। তাকে জাতীয় মুখপাত্র করা হয়েছে। রবিবার বিজেপির জাতীয় মহাসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে তাঁর নতুন পদের কথা ঘোষণা হয়েছে। ভারতী ঘোষের পাশাপাশি আরও চারজনকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। ওই বছর তিনি বিজেপির টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন। তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে যান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন