শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না। রাজস্থান হাইকোর্ট, যোধপুরের প্রধান বেঞ্চে গতকাল শুনানি শেষ হয়। আজ আদালতে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আদালত শুধুমাত্র BSTC প্রার্থীদের REET লেভেল I-এ যোগ্য বলে বিবেচনা করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন