মন্ত্রিপদ খুইয়েই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগের দিন সাফ জানিয়েছিলেন, 'প্লেয়িং ১১' অর্থাৎ প্রথম একাদশে থাকতে চান। রাজনৈতিক মহলের ধারণা ছিল, তৃণমূলে যোগ দিয়েই বিশেষ দায়িত্ব পাবেন বাবুল। কিন্তু এখনও পর্যন্ত তেমন খবর পাওয়া যায় নি। সেই কারণে এবার বাবুলের মন্তব্যের সূত্র ধরেই তাঁকে বিঁধলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
সেই পোস্টে লেখা, "গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য়ে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়া রাখল। ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই।"
তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বাবুল সুপ্রিয়। এদিন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,"অনুপম বাচ্চা ছেলে, রাজনীতির কিছুই বোঝে না। আমি দু-বারের সাংসদ। তা হলে আমি আবার রাজ্যসভায় দাঁড়াব কেন? এটা হলে আসানসোলের মানুষকে অপমান করা হবে।" মাস কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। ছেড়েছেন বিজেপির টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ পদও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন