কিছু মাস আগে দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাও-র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আমির খানের। দু-জনেই সিদ্ধান্ত নেন, আগামী জীবনে বন্ধু হিসেবে পাশে থাকা সম্ভব, ছেলে আজাদের মা-বাবা হিসেবে পাশে থাকা সম্ভব, কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে আর নয়। তাই ডিভোর্সের পথই বেছে নিচ্ছেন। এই খবর এখন সবাই জানেন। লেটেস্ট যা খবর শোনা যাচ্ছে তাতে তৃতীয় বারের জন্যে ছাদনাতলায় যেতে চলেছেন আমির খান। আপাতত নেটিজেনরা এই আলোচনাতেই মজেছেন।
নেটিজেনদের কথায়, কিছু দিনের মধ্যে নতুন লাইফ পার্টনারকে প্রকাশ্যে আনবেন আমির খান। এখানেই নেটিজেনদের ভবিষ্যদবাণী শেষ হয় না। তাঁদের দাবি কোনও সহ-অভিনেত্রীকেই বিয়ে করবেন আমির খান। তাহলে কি তাঁদের ইঙ্গিত ফতিমা সানা শেখের দিকেই? আমির খান-কিরণ রাও-এর ডিভোর্সের সময় বার বার উঠে এসেছিল ফতিমা সানা শেখের নাম। অভিযোগ, ফতিমার জন্যই নাকি আমির-কিরণের সুখের সংসারে ফাটল ধরেছে। বয়সে প্রায় ২৬-২৭ বছরের ছোট ফতিমার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আমির খান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন