শিক্ষক নিয়োগ নিয়ে ভাল খবর। সম্প্রতি ১৫ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় এই ঘোষণা করেছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু-মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা রয়েছে। এর পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তার বাস্তবায়ন হয়েছে।
দ্রুত নিয়োগ জটিলতা কাটানোর জন্য আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শও নিচ্ছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে রাজ্য সরকারকে মামলাকারীদের সমস্যা সমাধানের জন্য হাইকোর্ট তিন মাস সময় দিয়েছে।
আদালত সূত্রের পাওয়া খবর, বর্তমানে আদালতে প্রায় ৫০০০ জন শিক্ষার্থীর মামলার এখনও পর্যন্ত কোনও রকম নিষ্পত্তি হয়নি। গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩০০ জন চাকরিপ্রার্থীর শুনানি হয়েছে। এর পর আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও ১২০০ জন মামলাকারীর শুনানি হবে বলে আশা করা হচ্ছে।
এর পাশাপাশি, চলতি বছরের মধ্যে শিক্ষক(SSC) নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি করার চেষ্টা করছে উচ্চ আদালত। অপর দিকে, রাজ্য সরকারও তাদের তরফে দ্রুত জটিলতা মেটানোর জন্য চেষ্টায় কোনও খামতি রাখছে না। ফলে খুব শীঘ্রই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ হতে চলেছে বলে আশাবাদী শিক্ষা দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন