প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। এরই প্রেক্ষিতে হাওড়ার বামুনগাছি EMU রেল ইয়ার্ডে দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা। প্রায় সমস্ত লোকাল ট্রেনকে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদের বসার আসনের পাশাপাশি লোকাল ট্রেনের কামরায় সব ধরনের হাতল ও চালকের কেবিনে স্যানিটাইজ করা হচ্ছে। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সময়ে কেশ কয়েকটি বিষয়ে নজর দিচ্ছে রেল।
১। স্যানিটাইজেশন- ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার আগে ট্রেনের কামরা স্যানিটাইজ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল।
২। দূরত্ববিধি- ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য। ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি যাতে বজায় থাকে সে জন্য চেষ্টার খামতি রাখছেন না রেলকর্মীরা। দু-টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হচ্ছে, যাতে ওই আসনে যাত্রীরা না বসেন।
৩। সচেতনতা প্রচার- স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল। সকল যাত্রী যাতে কোভিডবিধি মেনে চলেন সে জন্য স্টেশনে স্টেশনে মাইক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন