রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে ২৭৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৬১ জন। তার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ১৪ জন। রাজ্যে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে মোট ৮ জনের প্রাণহানি হয়েছে। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ১৯ হাজার ১১৩ জনের।
এদিকে, আগামী ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন। জিম, শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, কোচিং সেন্টার-সহ প্রায় প্রতিক্ষেত্রেই ৭০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে। অন্যান্য দিন নৈশকালীন কড়াকড়ি জারি থাকলেও কালীপুজো এবং ছটপুজোয় রয়েছে ছাড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন