রাজ্যে আরও শিথিল হল কোভিড বিধিনিষেধ। শুক্রবার নবান্ন থেকে এই ইস্যুতে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, একাধিক ছাড় দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে নতুন নিয়মবিধি লাগু হচ্ছে। নভেম্বরেও জারি থাকবে নাইট কারফিউ।
১। সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি।
২। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, পানশালা, স্পা, জিমেও ৭০ শতাংশ উপস্থিতি।
৩। প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারেও ৭০ শতাংশ পড়ুয়ার উপস্থিতি।
৪। লজ বা হলে বিয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি।
৫। সিনেমা হল, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শকে ছাড়।
৬। সিরিয়ালের শুটিং, অডিশন, অডিও রেকর্ডিংয়ে ৭০ শতাংশ কলাকুশলীকে ছাড়।
৭। সিনেমা, সিরিয়ালের শুটিং করা যাবে আউটডোরে।
৮। সিনেমা হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত।
৯। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগের মতোই জারি নাইট কারফিউ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন