"হারুক বা জিতুক। মোদী থাকুক বা নাই থাকুক। আগামী কয়েক দশক বিজেপিকে হারানো কঠিন।" না, কোনও বিজেপি নেতা নন। দিন কয়েক আগে এই ভবিষ্যতবাণী করেছেন প্রশান্ত কিশোর। নিজ বক্তব্যের দ্বারা জাতীয় রাজনীতিতে কার্যত শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। জল্পনাও কম হয়নি। কেন এমন বললেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা? উত্তর দিলেন কোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রীর দাবি, "প্রশান্ত কিশোরের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি বলতে চেয়েছেন, কংগ্রেসের মতো একা একা লড়লে বিজেপিকে হারানো যাবে না।
তৃণমূল নেত্রী কংগ্রেসকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন, "দেশের বৃহত্তম বিরোধী দল আসলে বিজেপির সঙ্গে আপস করে চলে। বাংলার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই না করে ওঁরা আমার বিরুদ্ধে লড়াই করেছে। আমার দলের বিরুদ্ধে লড়েছে।" গোয়ার আসন্ন নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা একপ্রকার খারিজ করে দিয়ছেন মমতা। তবে, স্থানীয় দল গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে তৃণমূল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন