গত ২৪ ঘণ্টায় বড় কোনও বদল নেই রাজ্যের কোভিড গ্রাফে। শনিবারের রিপোর্ট অনুযায়ী, বাংলায় একদিনে করোনা আক্রান্ত এক হাজার ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে দুই জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনা।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের।
রাজ্যে করোনার জেরে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯১ হাজার ৯৯৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৪ হাজার ৫৫৮ জন। রাজ্যে করোনার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ হাজার ১২৬ জনের।
রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। রাজ্যের অন্য সব জেলাতেই করোনা সংক্রমণ ১০০-এর নিচে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন