ফের নির্বাচন ঘিরে অশান্তির অভিযোগ। প্রথম দিকে শান্ত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে উপনির্বাচনের সকালে দফায়-দফায় উত্তপ্ত হল খড়দার একাধিক এলাকা। প্রথমে কল্যাণগড় বিদ্যাপীঠের বুথে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা নিয়ে উত্তেজনা ছড়ায় খড়দা। এরপর বেলা বাড়তেই বাড়ল বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা। এরইমধ্য়ে পার্টি অফিসে যাওয়ার পথে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত হলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রহড়া পার্টি অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা।
তাহলে নিজের উপর হামলা প্রসঙ্গে তন্ময়বাবু বলেন, "এটা তৃণমূলের পাড়ার কিছু মস্তানের কাজ। ওরা আমাদের পোলিং এজেন্টদের বুথে বসতে দেয়নি।" অর্থাৎ তাঁর উপর হামলা হলেও তৃণমূলের নেতাদের কাঠগড়ায় তুলতে নারাজ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক। একইসঙ্গে তাঁর প্রশ্ন, "২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" তন্ময় ভট্টাচার্যের উপর হামলাকে 'বিচ্ছিন্ন ঘটনা' আখ্যা দিয়েও ঘটনার নিন্দায় সরব হয়েছেন খড়দা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। তিনি বলেন, "শাসক কিংবা প্রধান বিরোধী কেউই এই ঘটনার দায় এড়াতে পারে না।" অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন