প্রায় কুড়ি মাস পরে রাজ্য বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। আজ অর্থাৎ ১ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন পর্বেই ফিরছে প্রশ্নোত্তর পর্ব। তেমনই খবর পাওয়া গিয়েছে বিধানসভা সূত্রে।
২০২০ সালের ২২ মার্চ জনতা কারফিউ শুরু হয়েছিল দেশজুড়ে। ওই বছরই বঙ্গে ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা হয়েছিল। আর ঠিক তার এক সপ্তাহ আগেই বিধানসভায় বন্ধ হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। ২০২০ সালের ১৬ মার্চ সোমবার সেই পর্ব বন্ধ হয়েছিল। আর এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের ২ নভেম্বর, মঙ্গলবার বিধানসভায় ফিরতে চলছে প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যেই তার প্রস্তুতি সারা হয়েছে। প্রশ্ন জমা দিতেও শুরু করেছেন বিধায়করা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন