ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারই সমস্ত প্রশ্নের নিরসন ঘটাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হবে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।
নিঃসন্দেহে চলতি শিক্ষাবর্ষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পড়ুয়াদের জন্য।
মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী বছর কবে থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হবে, রুটিনই বা কেমন হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে হাজার প্রশ্ন পড়ুয়াদের। সোমবার সমস্ত প্রশ্নের জবাব পাবেন পরীক্ষার্থীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন