কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি তো বটেই, যত শীঘ্র সম্ভব দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শুরু করতে আগ্রহী নরেন্দ্র মোদীর সরকার। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তরফে ইতিমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। কী ভাবে দ্রুত এই নয়া কোর্স চালু করা যায়, তার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদেরও শলা-পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
তবে তার জন্য ৩ বছরের স্নাতক কোর্স তুলে দিতে হবে না। সমান্তরাল ভাবে দু-টি কোর্স চালিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি। তাতে পড়ুয়ারাও নিজেদের পছন্দ মতো কোর্স বেছে নেওয়ার সুযোগ থাকবে। তাই আর সময় নষ্ট করলে চলবে না। দেশের ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৩ ও ৪ বছরের স্নাতক কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্স চালু নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন