২৮,০০০ টাকা বোনাসের পাশাপাশি বেতন সংশোধন। দীপাবলির আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাঙ্গানিজ অর ইন্ডিয়া লিমিটেডের (এমওআইএল) কর্মীদের জোড়া সুখবর শোনাল নরেন্দ্র মোদীর সরকার। কর্মীদের এই বেতন সংশোধনের বিষয়টি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি এবং ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এমওআইএল কর্মীদের সংগঠন এবং পরিচালন সমিতির মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছিল, তার ভিত্তিতে ১০ বছরের জন্য বেতন সংশোধন করা হয়েছে। যা ২০১৭ সালের ১ অগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত কার্যকর হবে। তার ফলে প্রায় ৫,৮০০ কর্মী লাভবান হবেন।
বেতন বৃদ্ধির পাশাপাশি দীপাবলির বোনাসও ঘোষণা করা হয়েছে এমওআইএল কর্মীদের জন্য। ইস্পাত মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'দীপাবলির আগেই সমস্ত কর্মীকে ২০২০-২১ অর্থবর্ষের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসেবে ২৮,০০০ টাকা দেওয়া হবে।' উল্লেখ্য, 'প্রোডাক্টিভিটি' বোনাসের অর্থ হল যে চাকরির ক্ষেত্রে কোনও একজন কর্মীর কতটা ভালো কাজ করছেন, তা পরিমাপ করা হয়। যেমন - রেল, কয়লা ইত্যাদি ক্ষেত্রের কর্মীরা সেই 'প্রোডাক্টিভিটি' বোনাস পান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন