তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পরই স্কুল খোলা নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। মমতা আগেই ঘোষণা করেছেন ভাইফোঁটার পর থেকে রাজ্য সরকার ধাপে ধাপে স্কুল চালু করতে চায়। এবার তা নিয়েই পরিকল্পনা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর সূত্রে পাওয়া খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল খোলার প্রসঙ্গ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস কমিটির চেয়ারম্যান নিয়ে একটি বৈঠক করেন।
এর পাশাপাশি, গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির জন্য যেভাবে স্কুলগুলি বন্ধ রয়েছে তার প্রভাবে পঠন-পাঠনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কী ভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে সিলেবাস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে পরিকল্পনার। মূলত, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কী ভাবে এই ক্ষতির সামাল দেওয়া যাবে তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়ার কথা সিলেবাস কমিটির পাশাপাশি বোর্ডগুলিকে বলা হয়েছে। বিশেষ সূত্রের খবর, রাজ্য চাইছে প্রথম দফায় নবম-দশম ও একাদশ-দ্বাদশ-এর ক্লাস চালু করতেশ। সে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কী পরিকল্পনা এই বিষয় নিয়ে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট দুই বোর্ডকেই দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন