পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলির কী অবস্থা? সমস্ত সরকারি স্কুল মিলিয়ে কতজন ছাত্র, বা কতজন শিক্ষক রয়েছে রাজ্যে? এই সমস্ত তথ্যগুলি জানাই নেই রাজ্য সরকারের। সম্প্রতি দায়ের হয় একটি মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে স্কুল সংক্রান্ত কিছু তথ্য বিস্তারে চেয়েছিল আদালত। প্রায় এক মাস সময় দেওয়া হলেও রাজ্য সরকার কোনও রিপোর্ট জমা দিতে পারেনি।
রাজ্যে শিক্ষকের অভাবে বন্ধের মুখে স্কুল, রাজ্যে দিন দিন বাড়ছে স্কুলছুটের সংখ্যা। গোটা রাজ্যের সরকারি স্কুলগুলির ঠিক কী অবস্থা, স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যা পিছু কতজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, গত ৯ অগস্ট সেই তথ্যগুলি জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত ১ মাস সময় দিলেও রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের তরফে বেশি সময় চাওয়া হয়। যদিও সেই সময় দিতে আদালত রাজি হয়নি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, "তথ্য ছাড়াই রাজ্য স্কুল চালাচ্ছে! এটার জন্য একটা দিনই যথেষ্ট। যদি সেই ডেটা না থাকে, তাহলে সেটা বিস্ময়কর।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন