''বাংলায় ফিরে এসো, বাংলাকে ভালবেসো''- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , মাদ্রাসা, হাই মাদ্রাসার পরীক্ষায় সফল পড়ুয়াদের এভাবেই উত্সাহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি কথা বললেন সফল ছেলে-মেয়েদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতী পড়ুয়াদের দেওয়া হল ল্যাপটপ। নবম শ্রেণির ৩ লক্ষ পড়ুয়াদের দেওয়া সাইকেল দেওয়ার কথা ঘোষণা করা হল।
সেইসঙ্গে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের উত্সাহ জোগালেন তাঁর কথোপকথনের মাধ্যমে। জানালেন, পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল। এই পোর্টালে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে।
সেই সঙ্গে তিনি জানালেন, ৬০ শতাংশ নম্বর পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ। মুখ্যমন্ত্রী প্রতি জেলার ছাত্রছাত্রীদেরই বারংবার অনুরোধ করলেন. তাঁরা যেন সরকারের দেওয়া সব সুবিধা ব্যবহার করে। তাঁর কথায়, 'তোমাদের অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, সব সুযোগ সুবিধা গুলি ব্যবহার করো। ' তিনি আরও বলেন, 'পড়াশোনা করতে হবে, কিন্তু সব সময় শুধু পড়লে চলবে না। খেলাধুলো করতে হবে।' ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পড়াশোনা করতে হবে কিন্তু স্ট্রেস নিলে চলবে না। সেই সঙ্গে তিনি বলেন, 'অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে পড়ুয়াদের, সুযোগ পেলে দুয়ারে সরকার ক্যাম্পে যাও। সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সহযোগিতা কর'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন