রাজ্যে শিক্ষক বদলি নিয়ে বিতর্ক অনেক দিন ধরে চলছে। দূরের স্কুলে বদলি হলে অনেক ক্ষেত্রেই নানা রকম সমস্যায় পড়তে হয় শিক্ষক-শিক্ষিকাদের। এমনটাই অভিযোগ। তাঁদের কথা চিন্তা করেই 'উৎসশ্রী' চালু করেছে নবান্ন। কিন্তু এই পোর্টাল চালুর এক মাস ঘুরতে না ঘুরতেই যে হারে বদলির আবেদন আসতে শুরু করেছে, তাতে রীতিমত কালঘাম ছোটার অবস্থা শিক্ষা দফতরের। এর মধ্যে একটা বড় অংশই মেডিক্যাল গ্রাউন্ডে আবেদন করেছেন বলে জানা গিয়েছে।
উৎসশ্রী পোর্টালে মেডিক্যাল গ্রাউন্ডে হাজারও আবেদন জমা পড়ছে। তাই রোগের শ্রেণি বিন্যাস করে দেওয়া হল এবার। স্কুল শিক্ষা দফতর থেকে ইতিমধ্যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শারীরিক সমস্যা বা রোগের কথা জানিয়ে আবেদন করার ক্ষেত্রে কতগুলি নির্দিষ্ট মাপকাঠি থাকবে। শিক্ষক-শিক্ষিকা কিংবা আবেদনকারীর স্ত্রী-স্বামী, সন্তানের কেউ ম্যালিগন্যান্ট কোনও রোগ, হৃদরোগ, থ্যালাসেমিয়া, অর্গান রিপ্লেসমেন্ট, গুরুতর স্ত্রী রোগের সমস্যায় ভুগলে সে ক্ষেত্রে উৎসশ্রী পোর্টালে মেডিক্যাল গ্রাউন্ডে আবেদন করা যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন