শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর রহস্যমৃত্যু-কাণ্ডে কাঁথি থানায় দায়ের হয়েছে এফআইআর। প্রায় তিন বছর পরে ওই মামলার তদন্তে এবার বিরোধী দলনেতাকে তলব করল সিআইডি। সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ানের ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হল বলে সিআইডি সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ অক্টোবর কর্মরত অবস্থায় কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লাগে শুভব্রত চক্রবর্তীর। গুরুতর জখম হন তিনি।
স্বামীর মৃত্যুর কারণ জানতে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কেন তাঁর স্বামীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হল না? এই প্রশ্ন তুলেছেন তিনি। সুপর্ণা জানিয়েছিলেন, আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন তিনি। কিন্তু, তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যু রহস্যের সমাধান সম্ভব। নির্দেশ থাকা সত্ত্বেও কেন অ্যাম্বুল্যান্স আসতে দেরি হল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভব্রতর স্ত্রী। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন, চলতি বছরের ২১ মে তাঁকে হুমকি এবং শাসানি দেওয়া হয়। তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন