প্রায় এক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬,৫০০প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো প্রাথমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে। এক্ষেত্রে উচ্চ প্রাথমিক প্যারা টিচারদের নিয়োগ করা হয়েছে প্রাথমিক শিক্ষক পদে যা নিয়ন বহির্ভূত দাবি আবেদনকারীর আইনজীবীর।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ। এর পর ওই মেধাতালিকা অনুযায়ী কাউন্সিলিং ও নিয়োগ প্রক্রিয়া শুরু করে।
আদালতের পূর্ববর্তী নির্দেশের পর ৫ জন উচ্চ প্রাথমিক প্যারা টিচারের বেতন বন্ধ করে দেয় শিক্ষা সংসদ।বিষয়টি আদালতে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্লোল বসু। বিচারপতির নির্দেশ করোনা ও বর্তমান আবহে বেতন বন্ধ করা খুবই দুঃখজনক। এতে ওই শিক্ষকের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবেন। আদালত কখনই শিক্ষা সংসদ বেতন বন্ধের নির্দেশ দেন।
শুনানির শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা সংসদ কে আগামী ৪ঠা অক্টোবরের মধ্যে জেলা ভিত্তিক কত জন কে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে, তাঁর মধ্যে উচ্চ প্রাথমিক থেকে নিয়োগ করা হয়েছে সেই তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ই অক্টোবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন