করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা কতটা পড়াশুনো করছে, তার মূল্যায়ন সঠিক পথে হচ্ছে না বলে অভিযোগ।
মূল্যায়ন ভিত্তিক হোমওয়ার্ক চালু করার কথা ভাবছে শিক্ষা দফতর। যত দিন না পুরোদমে স্কুল খুলছে ততদিন নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য থাকবে এই ব্যবস্থা। কীভাবে মূল্যায়ন হবে? মিড ডে মিল নিতে আসেন অভিভাবকরা। তাঁদের হাতেই বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক। সেই হোমওয়ার্ক নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ করে স্কুলে পাঠাবেন পড়ুয়ারা। নির্দিষ্ট মাপকাঠিতে তাতে নম্বর দেবেন শিক্ষকরা।
এতে জোড়া সুবিধা হবে। প্রথমত, ছাত্রছাত্রীরা বাড়িতে কতটা পড়াশুনো করছে তা জানা যাবে। দ্বিতীয়ত, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা-ও নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না। ফলে এই অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর ব্যবহার করা যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন