নিয়োগ নিয়ে ফের গুরুত্বপূর্ণ মন্তব্য আদালতের। 'এসএসসি-র ওপর আমার কোনও বিশ্বাসই নেই।' ফের একবার কলকাতা হাইকোর্টের চরম ভৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে।
কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন আইনজীবী ফিরদৌসি শাসিম। জানা গিয়েছে, তাঁর মক্কেল গোপাল মণ্ডল ২০১৬ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন। তাঁর বিষয় ছিল গণিত। ২০১৯ সালে ফল প্রকাশের পর তিনি দেখতে পান, তাঁর নাম চূড়ান্ত মেধাতালিকাতে নেই। এরপর তাঁর সন্দেহ হয়। তিনি আরটিআই করেন। দেখতে পান মেধাতালিকায় তাঁর নাম রয়েছে ২১৪ নম্বরে। তিনি ৬০ শতাংশ নম্বর পেয়েছেন।
অথচ মেধাতালিকায় নীলমনির নাম রয়েছে ২৫২ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৮.৬৭ শতাংশ। এরপর এসএলএসটি গণিতে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন গোবিন্দ মণ্ডল। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল।
এই মামলার শুনানি চলাকালীন নিজের ভুল স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তাদের বক্তব্য, নিয়োগে মেধাতালিকার নম্বরের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে তাদের ভুল হয়েছে। ভুল স্বীকার করে কার্যত রিপোর্টও জমা করে কমিশন। এরপর শুনানির সময় এদিন সেই রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে পেশ করেন অ্যাডভোকেট জেনারেল।
রিপোর্ট দেখে অত্যন্ত রেগে যান বিচারপতি। তিনি বিস্ময়ও প্রকাশ করেন। এরপরই অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশনের ওপর আমার কোনও ভরসা নেই।" উল্লেখ্য, টেট ও এসএসসি পরীক্ষা নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে, সেগুলি সবই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন