সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। এবার তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনায় জল ঢাললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার তিনি জানালেন, এখন আর মোর্চার কোনও অস্তিত্ব নেই। ভোট শেষ। মোর্চাও শেষ।
খানিকটা 'ধরি মাছ না ছুঁই পানি'র মতো ২০১৬ সালে বাম-কংগ্রেস সমঝোতা হয়েছিল। জোট বলতে নারাজ ছিলেন সিপিএম নেতারা। ভোটের পর পরিষদীয় রাজনীতিতে কাছাকাছি থাকলেও রাস্তাঘাটের কর্মসূচিতে আর দেখা যায়নি দুই শিবিরের নেতাদের। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে হাত ধরা নিয়ে আলোচনা চললেও ভেস্তে যায়। গত বিধানসভা ভোটে কংগ্রেস ও বাম জোটে আসে আইএসএফ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন