করোনার কারণে প্রায় ২ বছরের কাছাকাছি সময় বন্ধ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। পুজোর পরেই রাজ্যে স্কুল খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের স্কুলগুলির হাল হকিকত খোঁজ নিল নবান্ন। প্রায় দু-বছর ধরে বন্ধ থাকা রাজ্যের কোন স্কুলের ক্লাস ঘরের অবস্থা কেমন রয়েছে তা জানতেই সমস্ত জেলাশাসককে চিঠি করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে বলেও জানানো হয়েছে।
করোনা সংক্রমণের কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে।
অনলাইন ক্লাস এখন ভরসা পড়ুয়াদের। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বড়সড় রদবদল করা হয়েছে। কিন্তু ক্লাসরুমে সঙ্গে পড়ুয়াদের দূরত্ব তৈরি হওয়া, বাড়িতে শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ না থাকা, দরিদ্র পরিবারগুলি পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ না করা ইত্যাদি বিষয় গুলি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই, অভিভাবক থেকে শিক্ষক, পড়ুয়ারা দ্রুত স্কুল খোলার অপেক্ষায় রয়েছেন। দাবিও জানাচ্ছেন। ইত্যাদি বিষয় গুলি খতিয়ে দেখেই দুর্গা পুজোর পরেই স্কুল খোলার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন