করোনার কারণে প্রায় ২ বছরের কাছাকাছি সময় বন্ধ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ একাধিক পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর তাই সবদিক বিচারকরে পয়লা নভেম্বর থেকেই কেরলে খুলতে চলেছে স্কুল। এজন্য স্কেটহোল্ডারদের পরামর্শ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। আজ, রবিবার একথা জানান কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি। তিনি সাংবাদিকদের জানান, এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে স্কুল খোলার আগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করে ১৫ অক্টোবরের আগে মুখ্যমন্ত্রীর কাছে জমা করা হবে। রাজ্য ও জেলাস্তরে এই বৈঠকে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন