একুশের বিধানসভা নির্বাচনের আগেই নিজের স্বপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন' ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ রেশন ডিলারদের একাংশ। তাদের দাবি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী।
রাজ্য সরকার জানিয়েছে, বাড়ি গিয়ে রেশন দেওয়ার জন্য ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে। দায়ের হওয়া মামলায় ডিলাররা সাফ জানিয়ে দিয়েছেন, এই বিপুল খরচ তাঁরা বহন করতে পারবেন না। পাশাপাশি ডিলারদের এত লোকবল নেই বলেও তাঁরা দাবি করেছেন। এ ক্ষেত্রে নিজেদের সমর্থনে যুক্তি সাজিয়ে মামলাকারীরা দিল্লির উদাহরণ টেনেছেন। যেখানে এই একই ধরনের প্রকল্প আনার চেষ্টা হয়েছিল, কেন্দ্র অনুমোদন দেয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন