রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের শেষ নেই। আদালতে মুখ পুড়েছে রাজ্যের। কিন্তু তার পরেও সেই সমস্ত সমস্যার সমাধান হয়নি। ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সাত বছর পরেও মেলেনি চাকরি। টানা ৭ বছর ধরে বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন এই সমস্ত চাকরিপ্রার্থীরা। অবশেষে, সোমবার সকালে রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়ির সামনে মেখলিগঞ্জে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা। এদিন সকালে, মন্ত্রীর বাড়িতে তাঁরা একটি ডেপুটেশন দিতে যান। বিক্ষোভের ঘটনায় ১৭জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ইস্যুতে বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন