পশ্চিমবঙ্গে পার্শ্বশিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে না প্রায় ১৯,০০০ পার্শ্বশিক্ষককে, এই অভিযোগে দায়ের হওয়া মামলার রায় এই কারণে স্থগিতও রেখেছে শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, 'এখন তো টেট পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, তাঁদের হাতেই রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকতে দিন।
রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাথমিক স্কুলে পার্শ্বশিক্ষক নিয়োগের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া বিভিন্ন সংগঠনের তরফে এদিন জোরালো দাবি জানানো হয় দ্রুত পার্শ্বশিক্ষক নিয়োগের কথা বলে। এই মামলার পরিপেক্ষিতে প্যারাটিচার নিয়োগের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন