করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ দেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকদের একটাই প্রশ্ন কবে থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান? এমন সময় অফলাইন ক্লাসে যে সমস্ত শিশুরা আসতে চাইছে, তাদের বাধ্যতামূলক ভাবে অভিভাবকদের অনুমতি নিতে হবে।
করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ধাপে ধাপে স্কুল খুলে দিচ্ছে ত্রিপুরা সরকার। আগেই খুলেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। এবার ক্লাস ফাইভ অবধি পড়ুয়ারাও স্কুলে যেতে পারবে। প্রাথমিক শিক্ষা বিভাগের তরফ থেকে এই খবর ইতিমধ্যে জানানো হয়েছে। সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে। তবে অফলাইন ক্লাসে শিশুরা আসতে চাইলে তাদের বাধ্যতামূলক ভাবে অভিভাবকদের অনুমতি নিতে হবে। এর আগে ২৫ অগস্ট থেকে বড়দের স্কুল চালু হয়েছিল এই রাজ্যে। এবার ছোটোদের স্কুল চালু হওয়ার কথা জানান প্রাথমিক শিক্ষার ডিরেক্টর চণ্ডী চরণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন