মৃত্যুর সঙ্গে লড়াই জিততে পারলেন না মুম্বইয়ের নির্যাতিতা। শনিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, নৃশংস অত্যাচার চালানো হয়েছিল মহিলার উপর। তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এমন সন্দেহে ইতিমধ্যেই মুম্বই পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে ৩০৭, ৩৭৬, ৩২৩ ও ৫০৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার খবর পুলিশের কন্ট্রোল রুমে প্রথম পৌঁছয়। শুক্রবার ভোররাতে পুলিশের কন্ট্রোলরুমে ফোন আসে।
সংবাদ সংস্থা পিটিআই -এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে টেম্পোর ভিতরে রক্তের দাগ পাওয়া গেছে। এই ঘটনায় ৪৫ বছর বয়সী মোহন চৌহানকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ এবং হত্যার চেষ্টার অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন