শালতোড়ার বিজেপি বিধায়কের 'দ্বিতীয় বিয়ে'র জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এই নিয়ে চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। ফেসবুক লাইভে 'দ্বিতীয় স্বামী'কৃষ্ণ কুণ্ডু জোর গলায় বলেছেন, দলকে শিক্ষা দিতেই একাজ করেছেন তাঁরা। এমন বিতর্কের মাঝে শোনা যাচ্ছে, এবার তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি।
বিধায়ক হওয়ার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন চন্দনা বাউড়ি। আগস্ট মাসে অভিযোগ ওঠে, স্বামী-সন্তানকে ছেড়ে বিজেপি কর্মী তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন চন্দনা। তিনি অভিযোগ অস্বীকার করলেও 'দ্বিতীয় স্বামী' কৃষ্ণ নাছোড়বান্দা। তিনি বারবার দাবি করেছেন, চন্দনা তাঁর বিবাহিত স্ত্রী। ফেসবুক লাইভে সুভাষ সরকার-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি দাবি করেছেন যে, দলকে শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত। কৃষ্ণ কুণ্ডুর মনে যে বিজেপির প্রতি তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এলাকা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাঁর সূত্র ধরেই চন্দনা বাউড়িও বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেই খবর। যদিও বিষয়টি সম্পূর্ণ ভিত্তীহীন বলেই দাবি শালতোড়ার বিধায়কের। তাঁর দাবি, দলের তরফে তাঁকে কোণঠাসা করা হলেও তিনি বিজেপিতেই থাকবেন। যদিও বাঁকুড়া বিজেপির একাংশের দাবি, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণেই যে কোনও মুহূর্তে তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা। তবে জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরা জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই চন্দনা বাউড়িকে দলে নেওয়া হবে না। সত্যিই কি দল বদলাবেন চন্দনা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন