পড়ুয়াদের জন্য আরও একবার কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাসের শুরুতেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকছে ১০ হাজার টাকা করে। ৭ লক্ষের বেশি পড়ুয়া পাচ্ছেন এই সুবিধা।
জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফে ৭২২ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হল রাজ্যের ছাত্র-ছাত্রীদের। রাজ্যে এই শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত সাত লক্ষ ২২ হাজার ৫৮১ জন পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দিয়েছে রাজ্য সরকার।
তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। গত বছর থেকেই ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এ বছরে সেই টাকা দেওয়া শুরু হল সেপ্টেম্বরে। গত ২ রা সেপ্টেম্বর থেকে ৪ ঠা সেপ্টেম্বর পর্যন্ত ৭ লক্ষের বেশি পড়ুয়াদের টাকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন