টেট নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি টেট (TET)-এর একটি মামলায় নিজের পকেট থেকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যকে। চলতে থাকা এই বিতর্কের মধ্যে সোমবার আবারও এই টেটেরই একটি মামলায় বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালতের রায়ের অবমাননা করেছেন তিনি।
এই মামলাটি ছিল, টেটের ভুল প্রশ্ন 'অ্যাটেন্ড' নিয়ে। অর্থাৎ যে প্রশ্নগুলি নিয়ে বিতর্ক সেগুলির যদি কেউ উত্তর দেন, তা হলে তা ঠিক হোক বা ভুল নম্বর দিতে হবে বোর্ডকে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। শুরু হয় আদালত অবমাননার মামলা। সোমবার সেই মামলার শুনানি চলাকালীন নির্দেশ দেওয়া হয় মানিক ভট্টাচার্যকেও এই মামলায় যুক্ত করা হোক। কেন তিনি আদালতের নির্দেশ বাস্তবায়িত করেননি, কেন বিচারপতির নির্দেশ মানেননি তা জানতে চেয়েই এই মামলায় মানিক ভট্টাচার্যকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে। আগামী ৪ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন