ভাল খবর সরকারি কর্মচারীদেরত জন্য। করোনাকালে আর্থিক সঙ্কটের মাঝেও এক বছরেই দু-বার সুখবর আসতে পারে সরকারি কর্মীদের কাছে।
মহার্ঘ ভাতা নিয়ে গত বছরের সমস্ত ক্ষোভ মিটিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। চলতি বছরের জুলাই মাসেই মহার্ঘ ভাতা বা ডিএ (DA) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়। এ বার উৎসবের মরশুমেও ফের বাড়তে পারে ডিএ। এআইসিপিআই-র তথ্য অনুযায়ী, শীঘ্রই ঘোষণা হতে পারে জুলাই মাসের ডিএ। সম্ভবত ফের ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। সব মিলিয়ে প্রায় ৩১ শতাংশ অবধি ডিএ বাড়তে পারে। এখন অপেক্ষা শুধু সরকারি ঘোষণার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন