'ভোট পরবর্তী অশান্তি' মামলায় হাইকোর্টের গড়ে দেওয়া সিটের প্রধান হলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির অভাবের কারণে মঞ্জুলা চেল্লুরকে সিটের মাথায় বসালো হাইকোর্ট।
নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় গত ১৯ আগস্ট খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগের তদন্তের জন্য সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিংসার মামলার তদন্তের জন্য তিনজন আইপিএস অফিসারের নাম ঠিক করে দেয় কলকাতা হাই কোর্ট।
নির্দেশিকা অনুযায়ী, তদন্তের স্বার্থে নর্থ জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন ছাড়াও সিটের সদর দপ্তরে থাকবেন দু-জন করে। কলকাতা পুলিশের দু-জন আধিকারিককেও দায়িত্ব দেওয়া হয়েছে। সিটের হেড কোয়ার্টারের দায়িত্বে থাকছেন রেলের ডিআইজি সোমা দাস মিত্র, ডিসি শুভঙ্কর ভট্টাচার্য। কলকাতা পুলিশের ক্ষেত্রে তদন্তে দায়িত্বে থাকবেন আইপিএস তন্ময় রায়চৌধুরী ও আইপিএস নীলাঞ্জন বিশ্বাস।
এছাড়াও নর্থ জোন, উত্তরবঙ্গের দায়িত্বে আইজিপি ডিপি সিং ও মালদহ রেঞ্জের ডিআইজি প্রবীন কুমার ত্রিপাঠি। ওয়েস্ট জোনের দায়িত্বে থাকছেন পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিং, বর্ধমান রেঞ্জের আইজিপি বি এল মীনা। সাউথ জোনে তদন্তের ভার থাকবে দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও বারাসত রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন