লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধার্থে ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্র। এবার থেকে পূর্ণদিবস খোলা থাকবে ব্যাঙ্ক। রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে বিকেল ৪টে পর্যন্ত। পানাগড়ের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লেখাতে চাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
প্রসঙ্গত, বর্তমানে বেলা ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকছে ব্যাঙ্ক। তবে এতে সমস্যায় পড়ছেন রাজ্যবাসী। ব্যাঙ্কের লম্বা লাইনের জেরে অ্যাকাউন্ট খুলতে সমস্যায় পড়তে হচ্ছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের দ্রুততার সঙ্গে তা তৈরি করতে এবার পুরো সময় ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন