করোনা আবহে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দার্জিলিং-এর আর্মি পাবলিক স্কুল। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদেরই এই পদে নিয়োগ করা হবে। অঙ্ক এবং সংস্কৃত, মোট ২টি বিষয়ে শিক্ষক নিয়োগ করবে দার্জিলিং-এর আর্মি পাবলিক স্কুল।
সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক হতে হবে প্রার্থীকে। এর পাশাপাশি B.Ed উত্তীর্ণ হতে হবে। স্নাতক এবং B.Ed, এই দুই স্তরের পরীক্ষাতেই অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে প্রার্থীকে।
কী ভাবে করবেন আবেদন?
ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার জন্য প্রার্থীদের নিজেদের বায়ো-ডেটার সঙ্গে ছবি ও যাবতীয় নথি সেলফ অ্যাটেস্ট করে পাঠাতে হবে। আবেদন জানানোর ঠিকানা
Principal
Army Public School
Darjeeling, P/O- Ghoom
Dist: Darjeeling, West Bengal
Pin: 734102
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন