করোনার জেরে বন্ধ রাজ্য সহ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এমন আবহে এবার স্কুলে কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের ভারও। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। একিসাথে কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানাল সিলেবাস কমিটি।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। মাঝে প্রায় দেড় বছর সময় কেটে গিয়েছে। এখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোটামুটি স্তিমিত হয়ে আসায় রাজ্যের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সকলের। তবে এর মাঝেই ঘরবন্দি শিশুরা। অনলাইনেই এখন ভরাসা পড়ুয়াদের। তাই তাদের ওপর থেকে মানসিক ও পড়াশোনার চাপ কমাতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন