টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দপ্তর থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি দপ্তর থেকে বেরিয়ে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তিনি। জানালেন, "সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।"
সকাল ১১টায় ইডির দপ্তরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে তোপ দেগে 'উৎখাতে'র ডাক দেন তিনি। দেশ থেকে বিজেপিকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, "যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে যাব। আমরাই বিজেপিকে হারাব।"
কয়লা-কাণ্ডে গত ২৮ অগাস্ট অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁদের। রুজিরা তদন্তকারীদের জানান, দুই সন্তানের অভিভাবক তিনি। অতিমারি পরিস্থিতিতে তাঁদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। রবিবার শহর ছাড়ার আগে দমদম বিমানবন্দরে অভিষেক বলেছিলেন,'সব ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন