জসপ্রীত বুমরাহের মাথায় নতুন মুকুট। কিংবদন্তি কপিল দেবকে টপকে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট শিকারের অনন্য নজির গড়লেন এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ওলি পোপকে সাজঘরে ফিরিয়ে যে নজির গড়লেন তিনি। ৩ বছর আগে ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া বুমরাহের এটি কেরিয়ারে ২৪তম টেস্ট ম্যাচ। কপিল দেব তাঁর কেরিয়ারের ২৫ তম টেস্টে ১০০ উইকেট দখলের নজির গড়েছিলেন।
চতুর্থ দিনের খেলা ইংল্যান্ড যে ভাবে শেষ করেছিল তাতে মনে হচ্ছিল যে ড্র-এর দিকেই এগিয়ে যাচ্ছে ওভাল টেস্ট। পঞ্চম দিনের খেলাটা কিন্তু সেই ভাবেই শুরু হয়। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই অর্ধশতরান করে ফেলেন ররি বার্ন্স। যদিও পঞ্চাশ করার ঠিক পরের বলেই শার্দূলের বলে খোঁচা দিয়ে ফিরে যান তিনি। অধিনায়ক জো রুট করেন ৩৬ রান এবং ১৮ রান করেন ক্রিস ওকস। এছাড়া চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর কোনও ব্রিটিশ ব্যাটসম্যান দশের উপর রান স্পর্শ করতে পারেননি।
অন্যদিকে রীতিমতো বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় বোলাররা। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ একটাও উইকেট পাননি। তবে দলের বাকি বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন