করোনা আবহে চাকরিপ্রার্থীদের ভাল খবর। এক লক্ষ বেকারের চাকরির সুযোগ তৈরি হয়েছে রাজ্যে সরকার। বিভিন্ন জুটমিলে দরকার সুদক্ষ শ্রমিক। সে কথা মাথায় রেখে যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে রাজ্যের শ্রম দফতর। প্রশিক্ষণ শেষে চটকলে কাজ পাবেন তাঁরা।
প্রথম ঢেউয়ের কোভিডের কারণে গত মার্চে শুরু হয় লকডাউন। সেই সময় ভিন রাজ্যের শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। আনলক পর্বে দেখা যায়, প্রায় ৩৫ শতাংশ কর্মীই আর কাজে ফেরেননি।
শ্রম মন্ত্রী বেচারাম মান্না জানান,'এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন চটকল থেকে উৎপাদিত চটের ব্যাগের চাহিদা রয়েছে গোটা দেশে। বিশেষ করে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের চিনি বা আটা কারখানায় এ রাজ্যর চটের ব্যাগ ব্যবহৃত হয়। গত বছর জোগানে প্রায় ১৫ শতাংশ ঘাটতি ছিল। তার অন্যতম কারণ চটকল বন্ধ ও প্রয়োজনীয় কর্মীর অভাব। সেই সমস্যা সমাধানে ইতিমধ্যেই বন্ধ থাকা ১৭ চটকল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সেগুলি খোলা হচ্ছে। প্রায় ১ লক্ষ বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে শ্রম দফতর।'
এই প্রসঙ্গে জানা গিয়েছে, রাজ্যের যুবক-যুবতীদের ৩ মাসের জন্য প্রশিক্ষণ দেবে শ্রম দফতর। সেই সময় তাঁদের দেওয়া হবে ভাতা। প্রশিক্ষণ শেষে চটকলে কর্মসংস্থানের সুযোগ থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন