রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবসরপ্রাপ্ত কর্মীদের যথেচ্ছ পুনর্নিয়োগে এবার রাশ টানতে উদ্যোগী হল নবান্ন। উদ্দেশ্য একটাই, অপ্রয়োজনীয় খরচে লাগাম টানা। এই লক্ষ্যে অবসরের পর বিভিন্ন দফতরে আধিকারিক ও কর্মীদের পুনর্নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠান হল। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে সব দফতরকে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। দফতর ছাড়াও তাদের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ দেওয়া হলে সেই তথ্যও পাঠাতে বলা হয়েছে ওই চিঠিতে।
সরকারি সূত্রে খবর, বিভিন্ন দফতর অনেক সময় নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দফতরে বা অধীনস্থ কোনও সংস্থায় অবসরপ্রাপ্ত আধিকারিক বা কর্মীকে পুনরায় নিযুক্ত করে। এর জন্য কর্মিবর্গ ও অর্থ দফতরের কোনও অনুমোদন অনেক সময় নেওয়া হয় না। দফতর বা অধীনস্থ সংস্থা নিজস্ব তহবিল থেকে তাদের বেতনের টাকা দেয়। বিভিন্ন প্রকল্পের জন্য প্রাপ্ত টাকা ব্যাঙ্কে জমা থাকার জন্য যে সুদ পাওয়া যায় প্রধানত তা থেকে তাদের বেতন দেওয়া হয়। এভাবে যথেচ্ছ পুনর্নিয়োগ যে নবান্ন পছন্দ করছে না তা চিঠি পাঠানো থেকে পরিষ্কার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন