করোনার কারণে বন্ধ রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ফের কবে খুলবে স্কুল-কলেজ, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুজোর পরই স্কুল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সম্প্রতি এই বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি কোভিড ম্যানেজমেন্ট ও টিকাকরণে গতি আনতে একাধিক নির্দেশ গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, বেশি ভ্যাকসিন কোনও মতেই মজুত করে রাখা যাবে না। ইদানীং বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ ভ্যাকসিন মজুত করা হচ্ছে যার ফলে কোনও কোনও জেলায় কৃত্রিম আকাল তৈরি হচ্ছে টিকার। এমনটা রাজ্য সরকার বরদাস্ত করবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। মুখ্যসচিবের নির্দেশানুযায়ী, সর্বাধিক ৩ দিন, এর বেশিদিন ভ্যাকসিন স্টক করে রাখতে পারবে না কোনও জেলার স্বাস্থ্য বিভাগ। শহরাঞ্চলেও ভ্যাকসিন দেওয়া আরও বাড়ানোর নির্দেশ তিনি দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন