সোমবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হবে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এদিন তিনি ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং গ্রামের ক্লাবগুলিকে ১ লক্ষ ফুটবল প্রদানের কথা ঘোষণা করেন।
'খেলা হবে দিবস'-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুন ছাই না মানুন খেলা হবে কথাটা খুব পপুলার হয়ে গিয়েছে। সংসদ থেকে শুরু করে দিল্লি, রাজস্থান, গুজরাট সব জায়গায়।
এদিকে,'স্বাস্থ্য ইঙ্গিত' নামে একটি প্রকল্প রাজ্যের টেলিমেডিসিনে এদিন যুক্ত করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগী বা রোগীর পরিবার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন