শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। সাত বছরের বেশি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এমন সময় গুরুত্বপূর্ণ দাবি জানালেন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ।
২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগ পত্র দিতে হবে।
এদিন, বুধবার বালুরঘাটে জেলা শাসকের দফতরে ওই সংগঠনের সদস্য ও সদস্যাগণ মিছিল করে এসে জেলা শাসকের নিকটে তাঁদের দাবি দাওয়া পেশ করেন। সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে, টেট উত্তীর্ণদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে। সেই মত মুখ্যমন্ত্রী প্রায় ২০ হাজার টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় ১২ হাজার প্রার্থীকে চাকরি দিলেও বাকি ৮ হাজার প্রার্থীর চাকরির ব্যাপারে আর কোনও সাড়া শব্দ তাঁরা পাচ্ছেন না। তাই তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী পুজোর আগে তাঁর প্রতিশ্রুতি মত এই আট হাজার টেট উত্তীর্ণদের চাকরির নিয়োগ পত্র দিন। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছেন প্রায় ১০০ জন চাকরি প্রার্থী। যদি পুজোর আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মত তাঁদের চাকরির নিয়োগ পত্র না দেন, তাহলে তাঁরা এর বিরুদ্ধে কলকাতার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন