আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউতে ডাক না পেয়ে আদালতে মামলা করেছেন কয়েকশ যুবক-যুবতী। এদিকে আবার ইন্টারভিউতে ডাক পেয়েও এলেন না প্রায় ১২০০ চাকরিপ্রার্থী। যা মোট ডাক পাওয়া প্রার্থীর সংখ্যার প্রায় ১০ শতাংশ।
জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য ১৫,৪০৬ জন প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। ইন্টারভিউর জন্য টেটে যোগ্য প্রার্থীদের ফর্ম ফিল আপ হয়েছিল গত জানুয়ারিতে। গত ১৯ জুলাই থেকে বুধবার পর্যন্ত চলেছে ইন্টারভিউ প্রক্রিয়া। আর তাতে ডাক পেয়েও গরহাজির থেকেছেন প্রায় ১,২০০ জন।
কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন, সঠিক সংখ্যাটা কয়েকদিনের মধ্যে জানা যাবে। তবে যত প্রার্থী গরহাজির বলে শুনতে পাচ্ছি তা একেবারে স্বাভাবিক নয়। এরা কেন ইন্টারভিউ দিলেন না তা জানতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন