কড়াইয়ে একবার তেল ঢেলে তাতে আদি-অনন্তকাল ধরে চপ, শিঙাড়া, পিঁয়াজি ভাজার দিন শেষ হচ্ছে। এ হেন অস্বাস্থ্যকর অভ্যাসে আটকাতে নয়া নিয়ম আনছে সরকার। এক তেলে বারবার খানা পাকানোর দিন শেষ, বড়জোর দু-বার চলতে পারে। জনস্বাস্থ্যে বড়সড় পদক্ষেপ করে পশ্চিমবঙ্গ সরকার খুব শিগগিরই এই নিয়ম চালু করার পথে, যে উদ্যোগে রাজ্য স্বাস্থ্য দফতরের ফুড সেফটি সেলের সঙ্গে হাত মিলিয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন