হলদিয়ার শিল্পতালুকে আগুন। ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৭টি ইঞ্জিন।
জানা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্পতালুকে অনেক কর্মীই কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্পতালুকের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। আগুনের ফলে কোনও প্রাণহানি যাতে না হয়, সেই চেষ্টাই করছেন দমকলকর্মীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন